শব্দসাজি

গেলাম যেদিন রাঁচি
রামপালোয়ান হাঁচলো এমন হাঁচি
উড়লো সকল মাছি
মুক্ত হলো চাঁছি।
করিম পুরের কাজী
বলল তারে আছি আমি রাজি
বন্ধু পাতাও আজই
এক রূপেতে সাজি।
করছো নাচানাচি
সুকৌশলে দুজন কাছাকাছি
আসছে রেগে চাচি
নিয়ে লোহার কাঁচি।
থাকুক ধান্দাবাজি
সুর চড়িয়ে বলল চাচার তাজী
তোমরা হলে পাজি
ভাবছো মিছে গাজী।