খুকুর ছড়া

একটু পাশে ঘেঁষে
মুচকি হাসি হেসে
বলল বাবা
পুতুল নিবি পুতুল দেব
চল তবে যাই মেলাতে,

হাত বুলিয়ে গায়ে
বলল খুকুর মায়ে
ভালো করে
লেখা পড়ায় মন দিবি রোজ
মন দিবি না খেলাতে।

মন ছিল ফুরফুরে
এদিক সেদিক ঘুরে
নজর গেল
হেংলা পুতুল ছেড়ে খুকুর
মামদো ভূতের ছড়াতে,

পুতুল গুলো বোবা
কেমন হাবাগোবা
তাদের ছেড়ে
হাজার ভূতের ছড়ায় খুকুর
মন মেতেছে পড়াতে।

খুশির হাসি হেসে
অনেক ভালোবেসে
বলল বাবা
কি রে খুকু এবার কি তোর
ভূত ঢুকেছে মাথাতে?

বলল খুকু তাঁকে
সঙ্গে শোনায় মাকে
আজগুবি সব
ভূত বলে তো নেইকো কিছু
লেখা ই বই এর পাতাতে।