বসন্তের কঙ্কাল

তুমি দেখছি চেয়ে আছো
পলাশ পানে বসন্ত উৎসবে
আর শুনছো প্রেয়সীর কণ্ঠে
প্রেম বিরহের সুর ও লালিত্যের কবিতা।
আমি দেখছি মৃত লাশের উপর
হাঁটছে রাজনীতির নীতিকথা
আধ পোড়া মানুষের চরম আর্তনাদ
উর্দি লুকোনোর লুকোচুরি খেলা,
দেখছি আর্তের বোবা কান্নাকে
চাদর ঢাকার অপচেষ্টা।
পলাশ আবার ফুটবে
বসন্তও ফিরবে নিশ্চিত
কবিতাও রাত জাগাবে নীরবে।
এখন পথে নামার সময়
আগুন নেভানোর সময়
অর্ধমৃত কঙ্কালের পাশে দাঁড়ানোর সময়।