ভুলুকে তালি

জেলায় জেলায় মন্ত্রী নেতা আমলা যায়্যে দমে মিটিন করছ্যে হে
আর হ বাপ মিটিন বটে মানত্যে হবেক।
ধমকানি চমকানি কি দিছে রে বাপ
সবাই ভয়ে চুপস্যে যাছ্যে বুড়হা ভালুকের মতন।
অফিসার গুলানকে তুই তেকারী কর‍্যে সততার প্রতীক
একেবারে তিল ধুনা ধুন্যে দিছে মাইরি।
ব্যাটার ফোনটতে ইসব দেখ্যে শুইনে
আমি আখাড়্যে হাততালি মারছিলি হে।
কাণ্ড দেখ্যে ব্যাটা ত রাগ্যে আগুন।
বলল্য থামো ত আর তালি মারত্যে হবেক নাই


না বুঝ্যে সুঝ্যে যুগ যুগ ধর‍্যে তালি মারেই ত
দেশটকে ডুবাল্যে শুখনা ডাঙায় ।
আমাদেরকে বিপথে চালাতে আর তুমাদের তালি কুড়হাতেই
ইসব ভড়ংবাজি কর‍্যে টাকার সাদ্ধ করছ্যে
আর কানমলা-চড়মারা উসব ঝলকানি কথা গুলান
মন ভুলাবার কথা, সাচ্চা সাজার রাতকহনী বটে।
সেই বলে নাই, লালায় যাছ্যে জল, ভুলুকে দিছে তালি।
ব্যাটাই, আরও বলল্য
কোটি কোটি টাকা ঘুষের দায়ে যারা জেল খাটল্য।
কখনও সিবিআই ত কখনও হাসপাতালে ছুটল্য
কই আজ তক্ক একটা ঘুষখোর নেতাকেও চড় মারেছ্যে?
লোহা পাচার, গরু পাচার, বালি পাচার এমনকি সোনা পাচার,
পাচার কাণ্ডে কতজনকে কানমলা দিয়েছ্যে?
মন্ত্রীর বিটি ট পরীক্ষা না দিয়েই চাকরি পায়্যে গেল বাপের দৌলতে।
আদালত সাধের দুলালির চাকরি ট খায়্যেই দিল
কিন্তু বাপের মন্ত্রীত্ব ট ঠিকই রহ্যে গেল।
ই গুলান সব খেলা বটে, খেলা বটে হে বাবা
রুমাল চুরি – কানামাছি খেলা।
বুঝছি বাপ বুঝেছি – মিটিন ফিটিন সব বুঝেছ্যি
আর পুয়ান্যে ছিঁড়া ঘুগি আইড়ে মাছের আশে
বসে না থাক্যে , আসল ঝাঁপ ট দিতেই হবেক।