আমার তত্ত্ব

সবাই বলে লিখতে গেলে চাই যে ফাঁকা ঘর
আমার কিন্তু ফাঁকা ঘরে লাগে ভীষন ডর
যেন হারিয়ে ফেলি স্বর

ভিড়ের মাঝেই লিখতে মজা ভিড়েই খুঁজি সুর
অনেক চোখের দৃষ্টি দিয়ে দেখি অনেক দূর
যেটা আমার অচিনপুর

ভেসে আসা শব্দ গুলোর মালা গাঁথি বেশ
শব্দ মালার চোখ ফুটিয়ে থামাই তুলির রেশ
আছে তাতেই সুখের লেশ।

সুখের ছবি দুখের ছবি ভরায় আমার মন
তাইতো আমি নিত্য ডাকি পাড়ার আপন জন
যারা যোগায় রসদ ধন।

অনেক মুখের মাঝেই আমি দেখি চেনা মুখ
চেনা মুখের সুবাস যেন নন্দে ভরায় বুক
ও যে পরম পাওয়া সুখ।

এসব কথায় বিজ্ঞ জনের লাগবে জানি শুল
লেখার জন্য একলা থাকার তত্ত্ব হবে ভুল
সে ভুল আমার গোলাপ ফুল।